গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৩৫৮ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছেন, আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ জন। সংক্রমণের হার বেড়ে ১৯ দশমিক ৯০ এ দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ৫ হাজার ৩৫৮ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ১১ হাজার ২৯৫ এ।
এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও সপ্তাহজুড়ে ওঠানামা করছে। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। গত বছরের ২৬ আগস্টের পর এটিই সর্বোচ্চ মৃত্যু সংখ্যা। এ নিয়ে গত ১ বছরে কোভিডজনিত কারণে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৪৬।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ১৯ দশমিক ৯০ শতাংশ ও মৃত্যুহার ছিল ১ দশমিক ৪৮ শতাংশ। গতকাল মঙ্গলবারও সংক্রমণের হার ছিল ১৮ দশমিক ৯৪।
বুধবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, ২২৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৭০ হাজার ৫৭৬টি।
এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ২২১৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে সে বছরের ১৮ মার্চ।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
মোট শনাক্ত: ৬ লাখ ১১ হাজার ২৯৫
মারা গেছেন: ৯ হাজার ৪৬
মোট সুস্থ: ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জন
মোট নমুনা পরীক্ষা: ৪৬ লাখ ৭০ হাজার ৫৭৬টি
Powered by : Oline IT