গত ২৪ ঘণ্টায় এ যাবৎকালের সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৬৩ জনের।
দেশজুড়ে লকডাউনের তৃতীয় দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে রেকর্ড সংখ্যক ৭ হাজার ৬২৬ জনের শরীরে। এটিই এ পর্যন্ত একদিনে সর্বাধিক শনাক্তের ঘটনা। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৫৯ হাজার ২৭৮।
অন্যদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৪৪৭।
বুধবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২২ দশমিক ০২ শতাংশ। অদ্যাবধি মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ছিল ১ দশমিক ৪৩ শতাংশ।
মৃতদের মধ্যে ৩৯ জন পুরুষ এবং ২৪ জন নারী।
২৩৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৮ লাখ ৮২ হাজার ৫৬৫টি।
এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ২৫৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে সে বছরের ১৮ মার্চ।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।
এক নজরে বাংলাদেশের করোনা চিত্র:
মোট শনাক্ত: ৬ লাখ ৫৯ হাজার ২৭৮
মারা গেছেন: ৯ হাজার ৪৪৭
মোট সুস্থ: ৫ লাখ ৬১ হাজার ৬৩৯
মোট নমুনা পরীক্ষা: ৪৮ লাখ ৮২ হাজার ৫৬৫টি
Powered by : Oline IT