চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৩৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসের জীবাণু মিলেছে ৩০৭ জনের দেহে। এ পর্যন্ত শনাক্ত ৪১ হাজার ৮০৭ জন। এদিকে নতুন করে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও দুজন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজ সোমবার (৫ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় সাতটি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৭৬ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের দেহে করোনা পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৫৯২ জনের নমুনা পরীক্ষা করে করোনা পাওয়া গেছে ৬৯ জনের।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬৩ জনের নমুনা পরীক্ষা করে দুজনের করোনা শনাক্ত হয়।
এদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ২৫৬ জনের পরীক্ষা করে ১২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ৬০ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের ও আরটিআরএলে ৯১ জনের পরীক্ষায় ধরা পড়েছে ৪৫ জনের করোনা।
সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে ২৮০ জন নগরের ও ২৭ জন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৯৫ জন। এর মধ্যে ২৯০ জন নগরের ও ১০৫ জন উপজেলার।
এছাড়া মোট আক্রান্তদের মধ্যে ৩৩ হাজার ৩৮২ জন নগরের ও ৮ হাজার ৪২৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
Powered by : Oline IT