মো. আল আমিন, দীঘিনালা (খাগড়াছড়ি) : দীঘিনালা-লংগদু সড়কের বোয়ালখালীর বেইলী ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে ১৩ দিন পর।
শুক্রবার সকাল হতে সড়ক ও জনপদ বিভাগের আন্তরিক প্রচেষ্টায় বোয়ালখালী বেইলী ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল শুরু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকাবাসী।
দীঘিনালা উপজেলা সড়ক ও জনপদ বিভাগের কার্য সহকারী বীরভদ্র চাকমা বলেন, বোয়ালখালী বেইলী ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকে চরম দুর্ভোগে ছিলো দীঘিনালা ও লংগদুবাসী। এ সমস্যা সমাধানে আমরা আন্তরিকভাবে ব্রিজটির মেরামত কাজ মাত্র ১৩ দিনে সম্পন্ন করেছি। তবে ৫ টনের অধিক মালবাহী যানবাহন যাতে এ ব্রিজটি না উঠে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বেইলি ব্রিজ ভেঙে কাঠবোঝাই দুইটি ট্রাক খালে পড়ে যায়। এতে দীঘিনালার সঙ্গে রাঙ্গামাটির লংগদুর সড়ক যোগাযোগ ১৩ দিন বন্ধ থাকে৷
Powered by : Oline IT