দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সশস্ত্র গ্রুপের একজনকে আটক করা হয়েছে।
জানা যায়, বুধবার (১০ মার্চ ) রাত সোয়া বারো’টার দিকে বাবুছড়া থেকে দিঘীনালাগামী একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল বাঘাইছড়ি মুখ এলাকায় পৌছলে আরোহীদের দাঁড়ানোর জন্যে সংকেত দেয়া হয়। পরে উক্ত মোটরসাইকেলের একজন আরোহী লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় সেনাবাহিনীর একটি দল ধাওয়া করে সুনীল চাকমা ওরফে সুভাষ (২৭) নামে একজনকে আটক করে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে দীঘিনালা জোন কর্তৃক একজন সশস্ত্র ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসী চলাচল করছে উপজেলার বাবুছড়া এলাকায়। বাবুছড়া সার্বজোন ক্যাম্প থেকে সন্ত্রাসী আটক করার লক্ষ্যে ০২জন পুলিশ সদস্যসহ অভিযান পরিচালনা করা হয়। এসময় বাবুছড়া হতে দীঘিনালাগামী একটি মোটরসাইকেল আরোহীদের চ্যালেঞ্জ করলে ওই মোটরসাইকেল হতে একজন লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিক সুনীল চাকমা ওরফে সুভাষকে আটক করা হয়।
আটককৃত সুনীলকে তল্লাশি চালিয়ে একটি সেভেন এমএম চায়না পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড এ্যামোনিশন, নগদ ১৭ হাজার ৬৩৫ টাকা, ০২টি বাটন মোবাইল ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
Powered by : Oline IT