মো. আল আমিন, দীঘিনালা (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির দীঘিনালায় সাজেকগামী পর্যটক পনের বছর বয়সী এক বালককে বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মালিক সমিতি’র লাইনম্যান নাসির উদ্দীন (মনা) পলাতক রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী বালক বাদী হয়ে নিজেই থানায় মামলা করেছে বলে জানায় পুলিশ।
পুলিশ বলছে, ভুক্তভোগী বালক সাজেক বেড়াতে যাওয়ার জন্য চট্টগ্রাম থেকে গতকাল (সোমবার) বিকালে দীঘিনালায় পৌঁছে। এর পর সন্ধ্যায় সে স্থানীয় বাস টার্মিনালে পরামর্শ চাইতে গিয়ে মালিক সমিতির লাইনম্যানের খপ্পরে পড়ে। ঐ লাইনম্যান তাকে বলাৎকার করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।
এ ঘটনায় আজ (মঙ্গলবার) থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী বালক পুলিশের হেফাজতে রয়েছে।
দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, ভুক্তভোগী বালকের ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এবং আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Powered by : Oline IT