ঢাকাসহ বেশ কয়েকটি বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলা বৃষ্টিরও শঙ্কা রয়েছে। গত সপ্তাহের শুরু থেকেই সারা দেশে তাপপ্রবাহ বেশি। তবে আবহাওয়া অধিদফতর বলছে, বৃষ্টি নামলে কমে আসবে তাপমাত্রা। এতে কমবে তাপপ্রবাহও।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট, মময়মনসিংহ, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। দেশের অন্য এলাকার আবহাওয়া অস্থায়ীভাবে মেঘলাসহ প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটিতে, ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ৩২ দশমিক ৬, চট্টগ্রামে ৩৪ দশমিক ৫, সিলেটে ৩৫ দশমিক ৫, রাজশাহীতে ৩৫ দশমিক ৬, রংপুরে ৩২ দশমিক ২, খুলনায় ৩৪ দশমিক ৪ এবং বরিশালে ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ‘ইতোমধ্যে অনেক অঞ্চলের তাপমাত্রা কমে এসেছে। বইছে শীতল বাতাস। আকাশ মেঘলা। কোথাও কোথাও বৃষ্টি বা ঝড়োহাওয়াসহ বৃষ্টি হতে পারে। হতে পারে শিলাবৃষ্টি। বৃষ্টি হলেই কমে আসবে এই তাপমাত্রা। তবে এটি সাময়িক। এরপর আবার বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়তে পারে।’
Powered by : Oline IT