নীলফামারীর ডোমারে অজ্ঞাতপরিচয় ১৩-১৪ বছরের এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। আজ সোমবার সকালে কেতকীবাড়ী ইউনিয়নের কাজিরহাট খালাসীপাড়া এলাকার রেললাইন থেকে ১৫ ফুট দূরে ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপরে ডোমার থানার ওসি মো. মোকছেদ আলী বলেন, ‘লাশটি অজ্ঞাতপরিচয় ১৩-১৫ বছর বয়সের কোনো ছেলের হবে। কোনো নাম ঠিকানা পাওয়া যাচ্ছে না। আমাদের প্রাথমিক ধারণা, রেল সংশ্লিষ্ট ঘটনা হবে। রেললাইনের সঙ্গে লাগানো জমিতে লাশ ছিল। আমরা লাশ নিয়ে এসেছি। আমরা জোর তদন্ত চালাচ্ছি। এ ব্যাপারে মামলা হবে।
লাশের পরনে কালো রঙের প্যান্ট ও খয়েরি রঙের হাফহাতা গেঞ্জি ছিল বলে জানান ওসি।
Powered by : Oline IT