সিটিজি জার্নাল নিউজঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের(ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন ও ১৮টি নতুন ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির দিন আগামী ৮ ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত। আজ রবিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এদিন ধার্য করেন।
এর আগে গত ১৭ জানুয়ারি ডিএনসিসি’র মেয়র পদে উপনির্বাচন ও নতুন এই ওয়ার্ডগুলোর কাউন্সিলর নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে ওই নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল কেন ‘আইনগত কর্তৃত্ববহির্ভূত’ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েও রুল জারি করে হাইকোর্ট।
ডিএনসিসি নির্বাচন নিয়ে আপিলের শুনানি প্রসঙ্গে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ৮ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনটির শুনানি হবে।
একে/এম
Powered by : Oline IT