ঝিনাইদহের শৈলকুপার মদনডাঙ্গায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে আলমসাধুর ছয় যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শামীমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা সবাই নির্মাণশ্রমিক। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
Powered by : Oline IT