কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের পাশের একটি পাহাড়ে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত তিনজনের মধ্যে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ জকির বাহিনীর প্রধান ডাকাত জকির রয়েছে। নিহত অপর দুই ডাকাতের নাম হামিদ ও জহির। এ দুজনও ডাকাত জকিরের সহযোগী হিসেবে র্যাব দাবি করেছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৬টার দিকে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের পাশের শালবন পাহাড়ে এই ঘটনা ঘটে।
র্যাব -১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
Powered by : Oline IT