জমি নিয়ে বিরোধের জের ধরে চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা শ্রমিক লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার (৪ এপ্রিল) বিকালে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের চিড়িংঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান।
নিহত শ্রমিক লীগ নেতার নাম নুরুল ইসলাম (৩৫)। তিনি চন্দনাইশ উপজেলা শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন।
এএসপি মফিজুর রহমান বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন নুরুল ইসলামকে গুলি করে। পরে গুরুতর অবস্থায় তাকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আমরা একজনকে গ্রেফতার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার বিকালে প্রজেক্ট দেখে বাড়ি ফেরার সময় প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়।’
Powered by : Oline IT