চট্টগ্রামের ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুশতার নামে ওই যুবককে শনিবার ভোররাতে নগরীর বড়পুল এলাকার একটি বাস কাউন্টার থেকে গ্রেপ্তার করা হয়।কুমিল্লার তিতাস উপজেলা বাসিন্দা মুশতার চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় থাকেন। তিনি এলাকায় যুবলীগের মুশতার হিসেবে পরিচিত।
সদরঘাট থানার পরিদর্শক রুহুল আমিন বলেন, “মুশতার ভোলায় পালিয়ে যেতে বাসে উঠছিল। তখন তাকে গ্রেপ্তার করা হয়।”
গত ৬ অক্টোবর সকালে নগরীর দক্ষিণ নালাপাড়ার বাসার সামনে পিটিয়ে খুন করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্তকে।
Powered by : Oline IT