চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খান। বুধবার (৪ এপ্রিল) রাত ১২টার দিকে চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগে চকবাজার থানায় তিনি এই মামলা দায়ের করেন। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা এই তথ্য জানান।
আসামিরা হলো—নুরুল আজিম রনি, মজিবুর রহমান রাসেল, তানভীর মেহেদি মাসুদ, নেওয়াজ শরীফ অমি, আরিফুর রহমান মাসুদ, কিরণ ও নুরুল হুদা মিঠু।
মামলার এজাহারে বলা হয়েছে, ৩১ মার্চ দুপুর পৌনে ১২টার দিকে নুরুল আজিম রনির নেতৃত্বে ২৫-৩০ জন আসামি কাটা বন্দুক, পিস্তলসহ ভারী অস্ত্র নিয়ে চট্টগ্রাম বিজ্ঞান কলেজে আসে। এ সময় কলেজের কক্ষ পরিদর্শনে গেলে আসামিরা অধ্যক্ষকে দেখে চিৎকার শুরু করে। অধ্যক্ষ তাদের কাছে কলেজ ক্যাম্পাসে অনুপ্রবেশের কারণ জানতে চাইলে নুরুল আজিম রনির নির্দেশে তানভীর মেহেদি ও নেওয়াজ শরীফ তার ঘাড়ে পিস্তল ঠেকিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তাকে হত্যারও হুমকি দেয়।
এজাহারে আরও বলা হয়েছে, অধ্যক্ষ চাঁদা দিতে অস্বীকার করলে আসামি আরিফুর রহমান ও কিরণ তাকে কিল-ঘুষি মারে। পাঁচ দিনের মধ্যে চাঁদার ২০ লাখ টাকা না দিলে অধ্যক্ষকে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দেয় আসামি নুরুল আজিম রনি।
এ বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল হুদা বলেন, ‘এজাহারে সাতজনের নাম উল্লেখ করে আরও ২৫-৩০জনকে আসামি করা হয়েছে।’
Powered by : Oline IT