চাইলেই কি মানুষ এ রস শুধু একা ভোগ করতে পারে?
খেজুরের রসের সঙ্গে বাঙালির যোগাযোগ অনেক পুরাতন। শীতে খেজুরের রস পান করতে যেমন আমাদের আগ্রহের কমতি নেই, তেমনি নিপা ভাইরাসসহ অনান্য ভাইরাস থেকে বাঁচতে এই রসকে নিরাপদ রাখার জন্যও মানুষের প্রস্তুতি কম থাকে না।
কিন্তু চাইলেই কি মানুষ এ রস শুধু একা ভোগ করতে পারে? মাঝে মধ্যে শত সতর্কতার মাঝেও ভাগ বসায় বনের পাখি।চাচা রসের হাড়ি পেতে যাচ্ছেন। তিনি জানেন না, তারপরে তার রসের হাড়ি সঙ্গে কী কী ঘটল! ছবি: সৈয়দ আব্বাছ
পাখিদের খেজুরের রস আস্বাদনের ছবি শরীয়তপুরের আটপাড়া গ্রাম থেকে তুলেছেন সৈয়দ আব্বাছ। তিনি ওয়াইল্ডলাইফ ও প্রকৃতির ছবি তুলতে পছন্দ করেন।
পাখির ডানা থেকে পাহাড়, ঝর্ণা, সাগরসহ বাংলাদেশের পর্যটন স্থানগুলো, একইসঙ্গে পাখি, প্রজাপতি, বন্যপ্রাণী ও পরিবেশ নিয়ে সচেতনতামূলক টি-শার্ট তৈরির ইচ্ছে রয়েছে তার।
চলুন, দেখা যাক সৈয়দ আব্বাছের তোলা ছবিগুলো:টিয়া পাখি ভাবছে বসে, ছবি তুলব নাকি খাব আগে! ছবি: সৈয়দ আব্বাছ
কাঠশালিক ভিজিয়ে নিচ্ছে গা রসের হাড়িতে, বাদশাহী একটা ভাব আছে রস দিয়ে গোসল করাতে! ছবি: সৈয়দ আব্বাছ
ভাত শালিক ভাত ছেড়ে মুখ দিয়েছে রসের পানে! ছবি: সৈয়দ আব্বাছ
নীল-গলা বসন্ত রস খাচ্ছে আপন মনে। ছবি: সৈয়দ আব্বাছ
কোকিল বাবু বাদ যাবে কেন! চলে এসেছে গান শোনাতে। ছবি: সৈয়দ আব্বাছ
সাত ভাই ছাতারে আসছে ঠিক সাত নম্বরে! ছবি: সৈয়দ আব্বাছ
ফিঙের মধ্যে ঝগড়া হচ্ছে, রস খাবে কে কার আগে! ছবি: সৈয়দ আব্বাছ
কাক দিচ্ছে উঁকি, রস কি কিছু বাকি আছে? ছবি: সৈয়দ আব্বাছ
হলদে পাখি ভাবছে বসে, খেলে কি মেকআপ নষ্ট হবে? ছবি: সৈয়দ আব্বাছ
সিপাহী বুলবুলি চলে এসেছে, দিচ্ছে পাহারা, খাবে পরে। ছবি: সৈয়দ আব্বাছ
ঝুটি শালিক করছে অপেক্ষা, রস কখন বের হবে। ছবি: সৈয়দ আব্বাছ
ধলাচোখ এসেছে সপরিবারে, রসের অমৃত স্বাদ নিতে। ছবি: সৈয়দ আব্বাছ
রাগী বসন্ত বেজায় গম্ভীর। ছবি: সৈয়দ আব্বাছ
বুলবুলিতে রস খেয়েছে, খাজনা দিব কিসে! ছবি: সৈয়দ আব্বাছ
কাঠশালিকের লেগেছে ঝগড়া, আধিপত্য বিস্তার নিয়ে! ছবি: সৈয়দ আব্বাছ
ঝুটি শালিক দিচ্ছে ধমক, ‘ওই তুই ওখানে কেরে?’! ছবি: সৈয়দ আব্বাছ
দাগিগলা কাঠঠোকরা ভাবছে, না বলে খাওয়া কি ঠিক হবে? ছবি: সৈয়দ আব্বাছ
ছোট্ট পাখি মৌটুসী, সেও কেন বাদ যাবে? ছবি: সৈয়দ আব্বাছ
ফিঙে ও দাগি গলা কাঠঠোকরার ঝগড়া চলছে। ছবি: সৈয়দ আব্বাছ
Powered by : Oline IT