চট্টগ্রামের ভুজপুরে চতুর্থ শ্রেণি পড়ুয়া এক দিনমজুরের মেয়েকে ধর্ষণের ঘটনায় রুবেল (২৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের পিপি খন্দকার আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পুরো বিচার পক্রিয়ায় আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
২০১৬ সালের ৪ আগষ্ট জেলার ভুজপুর এলাকায় চতুর্থ শ্রেণি পড়ুয়া দিনমজুরের মেয়েকে ধর্ষণ করা হয়। এঘটনায় রুবেলের বিরুদ্ধে দিনমজুর বাবা ভুজপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। পরবর্তীতে পুলিশ রুবেলের বিরুদ্ধে আদালতে চার্জশীট দিলে বিচারক বিচার শুরুর আদেশ দেন।
Powered by : Oline IT