চট্টগ্রাম নগরীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (০৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম নগরীর সিডিএ মার্কেট সংলগ্ন কাজী মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। নগর গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান এ তথ্য জানিয়েছেন।
আটক তিন জন হলো, স্বপন মিয়া (৩১), আলী আকবর (৩৭) ও মামুন (২৪)।
এসআই মোমিনুল হাসান জানান, আটক তিনজন কক্সবাজারের রামু থেকে ইয়াবা নিয়ে একটি খালি মিনি ট্রাকে করে ঢাকা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সিডিএ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের ড্রাইভারের সিটের নীচ থেকে ১০ হাজার এবং ড্যাস বোর্ডের ভেতর থেকে আরও ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Powered by : Oline IT