বৃহস্পতিবার সকালে সদরঘাট থানার বরিশাল কলোনির রেলওয়ে মালিপাড়ায় ওই অভিযানে সাত হাজার ইয়াবা ও ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে অধিদপ্তরের সহকারী পরিচালক জিল্লুর রহমান জানান।
গ্রেপ্তার তিনজন হলেন- রাশেদা বেগম (৫০), শিরীন আক্তার (৪৫) ও মনোয়ারা বেগম (৪৮)।
জিল্লুর রহমান বলেন, ওই ৩০০ গ্রাম হেরোইন ছিল দুই হাজার ১০০ পুরিয়ার মধ্যে।
গ্রেপ্তার তিন নারী মাদক বিক্রির সঙ্গে জড়িত জানিয়ে জিল্লুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে সদরঘাট থানায় মামলা করা হবে।
একে/এম