বায়েজিদ বোস্তামী থানার ওসি আবুল কালাম জানান, সোমবার রাত দেড়টার দিকে বালুছড়া নতুন বাজার এলাকায় অক্সিজেন-হাটহাজারি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. নান্টু (২৮), মো. রফিক (২২) ও মো. জামশেদ (৩০)। আহত মো. রেজাউল আকবরকে (৩২) ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
তারা সবাই পরস্পরের আত্মীয় জানিয়ে ওসি বলেন, “নগরী থেকে অটোরিকশায় করে তারা ফটিকছড়ি যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। পরে চারজনকে পাঠানো হয় হাসপাতালে।”
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ওই চারজনের মধ্যে নান্টু ও রফিককে হাসপাতালে আনার পরপরই চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর জামশেদ চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে মারা যান।
দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে বলে জানান বায়েজিদ বোস্তামী থানার ওসি।