করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের আরও এক চিকিৎসক মারা গেছেন। তিনি হলেন- ডা. হাসান মুরাদ। নগরের পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
চিকিৎসকদের সংগঠন বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে প্রায় ১৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের আরটি পি সি আর ল্যাবে কর্মরত ডা.মোহাম্মদ হাসান মুরাদ মৃত্যুবরণ করেছেন। গত ৬ ডিসেম্বর থেকে তিনি নগরের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’
Powered by : Oline IT