গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় বাসচাপায় রাকিব সিকদার (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের হুমায়ুন সিকদারের ছেলে। এ বছর সে গোপালগঞ্জ এসএস আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছিল।
জানা গেছে, আজ সোমবার সকাল সোয়া ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ও একই কম্পানির অপর একটি বাসে ভাঙচুর চালায়। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, সকালে রাকিব সিকদার তাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সেবা গ্রীণ লাইনের দ্রুতগতির একটি বাস রাকিবকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Powered by : Oline IT