গাজীপুরের চন্দ্রা-নবীনগর সড়ক এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের পরিচয় জানা যায়নি।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে সালনা হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা সাংবাদিকদের জানান, অটোভ্যানে করে চার যাত্রী চন্দ্রার দিকে যাওয়ার পথে ভ্যানটিকে বগুড়াগামী যাত্রীবাহী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়।
Powered by : Oline IT