ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারি নির্দেশ অমান্য করে পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টার চালানোয় ১১ জন শিক্ষককে আটক করা হয়েছে। পরে প্রত্যেকে ৩০০ টাকার স্ট্যাম্পে লিখিত মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়। আজ মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ শামীম রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও পৌর শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কোচিং সেন্টারগুলো সরকারি নির্দেশ অমান্য করে পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং করিয়ে আসছিল। ইতিপূর্বে বহুবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে ‘পরীক্ষা চলাকালীন সব কোচিং সেন্টার বন্ধ রাখার’ নির্দেশ দেওয়া হলেও কোনো কাজ হয়নি। আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ শামীম রহমান পৌর শহরের বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ১১ জন শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসেন। এ সময় কোচিং সেন্টারে অভিযান ও শিক্ষক আটকের খবরটি দ্রুত জানাজানি হলে শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ গফরগাঁও থানার প্রধান ফটকের সামনে ভির জমায়। পরে আটককৃত প্রত্যেক শিক্ষক ৩০০ টাকার স্ট্যাম্পে ‘আর সরকারি নির্দেশ অমান্য করা হবে না এবং ‘পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার চালানো হবে না’-এ মর্মে লিখিত মুচলেকা দিয়ে থানা থেকে মুক্তি পান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ শামীম রহমান বলেন, সরকারি নির্দেশ অমান্য করে পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার চালানোয় অভিযান চালিয়ে ১১ জন শিক্ষককে আটক করা হয়েছিল। কিন্তু পরে তারা ‘আর সরকারি নির্দেশ অমান্য করা হবে না এবং ‘পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার চালানো হবে না’ মর্মে মুচলেকা দিয়ে মুক্ত হয়েছেন।
Powered by : Oline IT