অতি উৎসাহীরা অনুমতি না নিয়ে সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পাশাপাশি তিনি মামলা দুটি প্রত্যাহারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে সাকরাইন উৎসব উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি একথা বলেন।
মেয়র বলেন, গতকাল (১১ জানুয়ারি) যে দুটো মামলা হয়েছে সে দুটো মামলার সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই। দুজন আইনজীবী অতি উৎসাহী হয়ে এই মামলা করেছেন। আমি তাদের অনুরোধ করব মামলা দুটি প্রত্যাহার করে নেওয়ার জন্য।
মেয়র তাপস বলেন, সাবেক মেয়র আক্রোশের বশবর্তী হয়ে আমার বিরুদ্ধে যে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন সেটা মানহানিকর হয়েছে বলে প্রতীয়মান হয়, আমি এটা গতকাল উল্লেখ করেছিলাম। সে ভিত্তিতে আমি গতকাল বলেছি ভবিষ্যতে প্রয়োজন পড়লে মামলা হতে পারে।
Powered by : Oline IT