আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়িঃ জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দিনটি উপলক্ষে নারী পুরুষ নির্বিশেষে সমাজ সেবায় গড়ব দেশ এ শ্লোগানে পৌর টাউন হল চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
স্থানীয় সংসদ সদস্য ও শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা র্যালীতে নেতৃত্বদেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আবার টাউন হলরুমে এসে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচান সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীষ চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, সিভিল সার্জন ডা: মোঃ শওকত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা নুরন্নবী চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বর্তমান সরকার দেশকে মধ্যম আয়ের এর দেশে পরিনত করতে কাজ করছে। ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিনত করতে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে। সমাজ সেবায় ভুমিকা রাখতে হবে। সরকার দেশের অসহায় এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তার বলয়ের একছাতার নিচে এনে ভাতাসহ নানা সুরক্ষামুলক পদক্ষেপ নিয়ে তাদের অধিকার নিশ্চিত করেছেন। এ ক্ষেত্রে সমাজের ভিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সরকারী দফতরের কর্মকর্তা, বিভিন্ন উন্নয়ন কর্মী, জেলা শহরের এতিমখান ও শিশু পরিবারের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন।
Powered by : Oline IT