খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতেও করোনা টিকা প্রদান শুরু হয়েছে। প্রথম টিকা গ্রহন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এরপর খাগড়াছড়ি পৌরসভার নবনির্বাচিত মেয়র নির্মলেন্দু চৌধুরী ও সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ টিকা নেন।
আজ রবিবার সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত টিকা দান অনুষ্ঠানের উদ্বোধন করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এসময় সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলায় আজ মোট ১৬টি কেন্দ্রে ৬শ ১১জনকে টিকা দেয়া হচ্ছে। এ পর্যন্ত রেজিষ্ট্রেশন করেছেন ৬ হাজার ২শ ৯৭ জন।
Powered by : Oline IT