বাংলাদেশে করোনাভাইরাসে গত একদিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টার মৃত্যুর এই সংখ্যাসহ গত নয় মাসে দেশে ৭ হাজার ৮১৯ জন মারা গেছেন। এছাড়া নতুন ৭১৮ জন শনাক্তসহ মোট শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ২৪ হাজার ২০ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৮১৯ জনে।
এছাড়া কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ৭১৮ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ২০ জন।
মঙ্গলবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Powered by : Oline IT