সিটিজি জার্নাল নিউজঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে রেলগেট অবরোধ করে আন্দোলনের চেষ্টাকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও কুমিল্লা সরকারি কলেজের ১৪ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
এ সময় পুলিশ শিক্ষার্থীদের ওপর লাটিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। রবিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ধর্মপুর রেলগেটে এ ঘটনা ঘটে। পরবর্তীতে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে আন্দোলন অব্যাহত রাখে। দাবি না মানলে লাগাতার আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
চতুর্থ বর্ষের শিক্ষার্থী তুষার, নিলয় ও হারুন জানান, দাবি আদায়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। এ সময় পুলিশ সদস্যরা আমাদের ওপর চড়াও হয়। পুলিশ লাঠিচার্জ করে এবং কয়েকজন মেয়ে শিক্ষার্থীর চুল ধরে টানা-হেঁচড়া করে।
তারা আরও জানান, পুলিশ ভিক্টোরিয়া কলেজের গণিত বিভাগের ছাত্রী তাসমিয়া, ইংরেজি বিভাগের সিরাজ, তৌহিদ, অর্থনীতি বিভাগের ফয়েজ, পদার্থবিজ্ঞান বিভাগের রাসেল, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ইয়াছিন, ব্যবস্থাপনা বিভাগের রবিন এবং সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তুষার, মাধব, ব্যবস্থাপনা বিভাগের শাহ আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নাজমুল হাসান, আলী আকবর ও সুজনসহ ১৪ শিক্ষার্থীকে আটক করেছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় আমরা তাদের ছত্রভঙ্গ করে দেই। কয়েকজন শিক্ষার্থী উগ্র আচরণ করায় তাদের আটক করা হয়। তবে কিছুক্ষণ পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন ওসি।
একে/এম
Powered by : Oline IT