মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ভিন্ন সেটে এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা নেয়ায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৩ কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা প্রশাসক। সেই সাথে দায়িত্ব অবহেলার জন্য কালকিনি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, সোমবার সারাদেশে এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্র খ সেটে হলেও মাদারীপুরের কালকিনি উপজেলার ৩ হাজার ৮৪ জন পরীক্ষার্থী ক সেটে পরীক্ষা দেয়। বিষয়টি জানাজানি হয়ে গেলে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শুরু হয়েছে চরম সমালোচনার ঝড়। এ কারণে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রমথ রঞ্জন ঘটককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, ওই উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিবর্তে সেখানে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা তানজিল মুমুকে আগামীতে সকল পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়। সেই সাথে এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তিন কেন্দ্র সচিবকে ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
Powered by : Oline IT