ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) : কাপ্তাইয়ে ‘এসো মুক্তিযোদ্ধার কন্ঠে গল্প শুনি’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন কাপ্তাই তথ্য অফিস।
এইছাড়া আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র করেন কাপ্তাই তথ্য অফিস। এতে সভাপতিত্ব করেন বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরী।
শিক্ষক রাজেশ ভট্টাচার্যের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনতাসির জাহান। আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শুনান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী।
এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিদ্যালয় দাতা সদস্য খোরশেদুল আলম কাদেরী, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ,প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো.কবির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই তথ্য অফিসার মোঃ হারুন।
পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
Powered by : Oline IT