এপর্যন্ত মোট ৪,৮৫,২৯০ জন সুস্থতা লাভ করেছেন, ফলে সেরে ওঠার হার ৯০.০১ শতাংশে উন্নীত হয়েছে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮,২৩৯টি।
এছাড়া, কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ৩৮৮ জনের শরীরে। তাতে মোট শনাক্তের সংখ্যা ৫,৩৯,১৫৩ জনে উন্নীত হলো।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘন্টায় করা মোট স্বাস্থ্য পরীক্ষার ভিত্তিতে সংক্রমণ হার ২.৫৯ শতাংশ, অন্যদিকে দেশে এখন পর্যন্ত মোট সংক্রমণ হার ১৪.২২ শতাংশ। মৃত্যুহার ১.৫৩ শতাংশ।
সাম্প্রতিক মৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী।
এদের মধ্যে ৬ জন ছিলেন ঢাকায় মারা যান, ময়মনসিংহে ২ জন এবং চট্টগ্রাম ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।
মৃতদের সকলেই দেশের নানান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত ২৪ ঘন্টায় ২০৬টি ল্যাবে ১৪,৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এপর্যন্ত পরিক্ষা করা মোট নমুনার সংখ্যা ৩৭,৯২,২৪১টি।
এছাড়া, গত দিনে কোভিড-১৯ থেকে সুস্থতার ছাড়পত্র পান ৭১৭ জন। এরফলে মোট সুস্থ হয়ে ওঠাদের সংখ্যা ৪,৮৫,২৯০ জনে উন্নীত হয়। সেরে ওঠার হার ৯০.০১ শতাংশ।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।
Powered by : Oline IT