বাংলাদেশে করোনাভাইরাসে গত একদিনে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টার মৃত্যুর এই সংখ্যাসহ গত প্রায় এক বছরে দেশে ৮ হাজার ৩৯৫ জন মারা গেছেন। এছাড়া নতুন ৪৭০ জন শনাক্তসহ মোট শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৪৫ হাজার ৪২৪ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৩৯৫ জনে।
এছাড়া কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ৪৭০ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ৪২৪ জন।
শুক্রবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, আরটি পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড এন্টিজেনসহ ২১৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪০ লাখ ১৮ হাজার ২৬৮টি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৪ লাখ ৯৫ হাজার ৪৯৮ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৮৫ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৫৪ শতাংশ।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
Powered by : Oline IT