সিটিজি জার্নাল নিউজঃ কক্সবাজার শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু তাহের সাগর (১৮) নামে এক পর্যটক নিহত হয়েছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের জইল্লার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু তাহের সাগর ফেনী জেলার সোনাগাজীর উপজেলার মঙ্গলনান্দি এলাকার শফিউল্লাহর ছেলে।
নিহতের চাচাতো ভাই সজীব জানান, বৃহস্পতিবার তারা তিন জন কক্সবাজারে ঝাউবিথি নামে একটি আবাসিক হোটেলে ওঠেন। আজ সকালে সমুদ্র সৈকত থেকে কক্সবাজার শহরে যাওয়ার সময় একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে। ছিনতাইকারীরা আবু তাহের সাগরকে ছুরিকাঘাত করে তার দামি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। আহত আবু তাহেরকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত বড়ুয়া জানান, একদল ছিনতাইকারী এ ঘটনা ঘটিয়েছে। তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহত পর্যটকের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
একে/এম
Powered by : Oline IT