সিটিজি জার্নাল নিউজঃ সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে আরব-বাংলাদেশ (এবি) ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম ফজলার রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাদের জিজ্ঞাসাবাদ করছেন।’
এর আগে বুধবার (২৭ ডিসেম্বর) সাবেক চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে হাজির হতে নোটিশ পাঠানো হয়। তাদের বিরুদ্ধে এবি ব্যাংকের অফশোর ইউনিটের মাধ্যমে চার বিদেশি কোম্পানির নামে লাখ লাখ ডলার পাচারের অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, তাদের গত ১৩ ও ১৪ ডিসেম্বর দুদকে হাজির হতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ে তারা আসেননি।
একে/এম
Powered by : Oline IT