বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান। তিনি বলেন, ডিনস কমিটির সভায় ঈদের পরে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত না। আগামী ১৩ বা ১৪ মে ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে কোন একটা দিন ঠিক করে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।’
তিনি আরও বলেন ,‘আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, মাঝখানে রোজা আছে একমাস। পরবর্তী সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা তারিখ চূড়ান্ত। তারিখ নির্ধারণের পরে আমরা সামগ্রিক প্রক্রিয়া ঘোষণা করতে পারব।’
উল্লেখ্য, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজন করলেও চবিতে এবারও আলাদাভাবে হবে ভর্তি পরীক্ষা। ১২০ নম্বরের ওপর পরীক্ষা নেওয়া হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গতবছর ৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিটের ভর্তি কার্যক্রম হয়েছে। ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসনে শিক্ষার্থীরা ভর্তি হন। প্রতি আসনে আবেদন করেছিলেন ৫২ জন শিক্ষার্থী। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অনুষদ আছে ৯টি, বিভাগ ৪৮টি ও ইনস্টিটিউট রয়েছে ৬টি।
Powered by : Oline IT