সাভারের আশুলিয়া এলাকায় একটি বাড়িতে গ্যাসের লাইন বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধসহ মোট ৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ রবিবার সকালে আশুলিয়ার ভাদাইল এলাকার মোহাব্বত আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন আলমগীর , তার স্ত্রী আফরোজা খাতুন ও ছেলে আলামিন।
জানা গেছে, আলমগীর হোসেন পরিবার নিয়ে ভাদাইল এলাকায় মোহাব্বত আলীর তিনতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে বসবাস করে আসছিলেন। ভোরে আলমগীরের স্ত্রী আফরোজা খাতুন গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে গ্যাসের লাইন লিক থাকায় আগুন ধরে যায়। এতে মুহূর্তের মধ্যে আগুন পুরো রুমে ছড়িয়ে পড়ে। এতে আফরোজাসহ ঘুমিয়ে থাকা আলমগীর ও তার ছেলে আলামিন দগ্ধ হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল সাংবাদিকদের জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত চলছে। ঢাকার বিষেশজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে।
Powered by : Oline IT